০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০০, ২২ জানুয়ারি ২০২৫

প্রবাস ফেরত যুবকের বাড়িতে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি

প্রবাস ফেরত যুবকের বাড়িতে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় প্রবাস ফেরত যুবক মো. রহীমের বাসায় দিনে-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তালা ভেঙে নগদ সাড়ে ১২ লাখ টাকা এবং ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে গলাচিপা এলাকার পুরা বাড়ি গলিতে অবস্থিত শিউলীর বাড়ির ২য় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাসার লোকজন পাশের বাসায় ছিলেন।

ভুক্তভোগী রহীম জানান, তিনি ১৭ বছর প্রবাসে কাটিয়ে গত এক বছর আগে দেশে ফিরে ব্যবসা শুরু করেন। জীবনের সঞ্চিত অর্থ ও স্বর্ণালংকার বাসার আলমারিতে সংরক্ষণ করে রেখেছিলেন। ঘটনার দিন বিকাল ৩টায় তার স্ত্রী ও মেয়ে পাশের বাসায় গেলে চোরেরা মুখে মাস্ক পরে তালা ভেঙে বাসায় প্রবেশ করে।

চুরি হওয়া সম্পত্তির মধ্যে আছে নগদ অর্থ সাড়ে ১২ লাখ টাকা, ২৫ ভরি ওজনের বিভিন্ন গয়না। চুরির ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অপরিচিত ব্যক্তিরা গলিতে বারবার যাতায়াত করছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রেহানুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়