০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৪, ২২ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ফতুল্লায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের ফতুল্লার এক নারী তার জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ তুলে প্রতিবেশীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। জমি দখলে বাধা দিলে মারধরও করা হয় বলে অভিযোগ করেন হাজেরা আক্তার মুক্তা নামে ওই নারী।

বুধবার (২২ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কুতুবপুর ইউনিয়নের আদর্শ নগর এলাকার বাসিন্দা মুক্তা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯৭ সালে আদর্শ নগর এলাকায় জমি কিনে একতলা বাড়ি করেন মুক্তা। ২০০৬ সাল থেকে এই বাড়িতেই কন্যাকে নিয়ে থাকেন। তার বাড়ির পূর্বপাশে জমি কেনেন বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি। সেখানে বিল্লাল টিনসেড ঘর নির্মাণ করেছে। পরে বিল্লাল নিজের যাতায়াতের জন্য রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। নিজের জমি খালি না থাকায় সেখানে মুক্তার খালি থাকা জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করে।

এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সালিশ বসিয়েও সমাধান দিতে না পারায় আদালতে মামলা করেন মুক্তা। মামলা তুলে নিতে তাকে বিল্লাল ও তার পরিবারের লোকজন হুমকি দেয় বলেও অভিযোগ করেন ওই নারী।

মুক্তা জানান, অভিযুক্ত বিল্লাল একটি পরিবহন কোম্পানির মালিকের পিয়ন। ওই প্রভাবে সে তার জমি দখলের পায়তারা করছে।

তার অভিযোগ, গত বছরের ২২ মে বিল্লাল সন্ত্রাসীর নিয়ে তার বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর ও লুটপাট চালায়। একই বছরের ২৮ নভেম্বর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। বিল্লালকে ওই এলাকায় শেল্টার দেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

বিদ্যমান পরিস্থিতিতে তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেন মুক্তা।

তবে এই বিষয়ে অভিযুক্ত বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করা যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়