কিল্লারপুলে মডেল গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কিল্লারপুল এলাকায় মডেল গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় মডেল গ্রুপের ডেভলপমেন্ট জিএম মো. মনির হোসেন, সারোয়ার মুজাহিদ মুকুল, মো. ফারুক আহমেদ, অহিদুল ইসলাম ছক্কু, আলমাস হোসেন, বদরুল হক, আলমগীর হোসেন, মো. রিপন, কামাল হোসেন, মো. সোহেল হায়দার, মোশারফ হোসেন বাবুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।