০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫০, ২১ জানুয়ারি ২০২৫

বেতন পরিশোধ ও ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি পারটেক্স শ্রমিকদের

বেতন পরিশোধ ও ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবি পারটেক্স শ্রমিকদের

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারটেক্স স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৮টায় কারখানার ২৭ নং ওয়ার্ডের হরিপুরস্থ কারখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রমিকরা অভিযোগ করেন, তাদের ডিসেম্বর ২০২৪-এর বেতন বকেয়া রয়েছে। বেতন পরিশোধ ও ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে শত শত শ্রমিক কারখানার অফিস ঘেরাও করে অবস্থান নেন।

এক পর্যায়ে, মালিকপক্ষ শ্রমিকদের তোপের মুখে তাৎক্ষণিকভাবে ডিসেম্বর মাসের বেতন পরিশোধ শুরু করেন। শ্রমিকরা ইনক্রিমেন্টের অর্থ একসাথে পরিশোধের দাবি জানালে, মালিকপক্ষ আলোচনা করে আগামী ২৮ জানুয়ারি ইনক্রিমেন্ট প্রদান করার আশ্বাস দেন। এ প্রতিশ্রুতির পর শ্রমিকরা অবস্থান কর্মসূচি শেষ করেন এবং কারখানা ত্যাগ করেন।

সর্বশেষ

জনপ্রিয়