নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী লালন উৎসব ২৪ ও ২৫ জানুয়ারি
ফকির লালন সাঁইয়ের ২৫০তম জন্মবর্ষ উপলক্ষে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দুই দিনব্যাপী লালন উৎসব অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এ উৎসবের মূল আকর্ষণ থাকবে লালন সঙ্গীত ও ফকির লালনের ভাবনার ওপর আলোচনা। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রচার ও দপ্তর সম্পাদক অপার অরণ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উৎসবের উদ্বোধন করবেন ফকির পিয়ার সাঁই।
উৎসবে কুষ্টিয়া ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লালন ভক্তবৃন্দ এবং লালন সঙ্গীতের প্রথিতযশা শিল্পীরা অংশগ্রহণ করবেন। তাদের পরিবেশনায় তুলে ধরা হবে লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক ভাবনা, মানবতার বার্তা এবং আধ্যাত্মিক গান।