আইনজীবী সমিতির সেক্রেটারি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি কাপ ব্যাডমিন্টন (ডাবল) টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সংলগ্ন মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ।
জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ বলেন, “খেলাধুলার বিকল্প নেই। আমাদের পেশা অত্যন্ত রসকসহীন, যা শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করে। শরীর চর্চা ও খেলাধুলা এ থেকে মুক্তির একটি দারুণ উপায়। আইনজীবীদের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্ট সফলভাবে পরিচালিত হোক, এটাই আমার কামনা।”
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবীর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন: মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. আবুল কালাম আজাদ জাকির।
উদ্বোধনী অনুষ্ঠানটি সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের প্রাণবন্ত উপস্থিতিতে উচ্ছ্বাসমুখর হয়ে ওঠে। খেলাধুলার প্রতি আইনজীবীদের আগ্রহ ও অংশগ্রহণ এ আয়োজনকে আরও সফল ও স্মরণীয় করে তোলে।