শোক সভায় বক্তারা
তোফাজ্জল হোসেন প্রতিবাদী এবং স্পষ্টবাদী সাংবাদিক ছিলেন
দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রতিবাদী এবং স্পষ্টবাদী সাংবাদিক ছিলেন বলেন মন্তব্য করেছেন বক্তারা। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ‘দারুল ইশাবা হোসাইনিয়া খানকা শরীফ’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে এই শোক সভা আয়োজন করা হয়। মো. তোফাজ্জল হোসেনের স্মরণে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোক সভায় প্রয়াত সাংবাদিক মো. তোফাজ্জল হোসেনের বড় ছেলে মো. সবুজের সঞ্চালনায় বক্তৃতা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, দৈনিক সংবাদ এর চিফ রিপোরর্টার সালাম জুবায়ের, প্রবীন সাংবাদিক আবুল হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম নুরু, দৈনিক অগ্রবাণীর সম্পাদক স্বপন চৌধুরী, জাতীয় দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শরিফ উদ্দিন সবুজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানাসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, “সাংবাদিক তোফাজ্জলের জীবন অতুলনীয়। তিনি এক অনন্য প্রতিভার অধিকারী ছিলেন। তার জীবন ও কর্ম আমাদের জন্য শিক্ষার উৎস।” তিনি আরও বলেন, “তোফাজ্জল ভাই কখনো অন্যায়কে মেনে নেননি এবং সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছেন।”
এড. আবু আল ইউসুফ খান টিপু তার বক্তব্যে বলেন, “তোফাজ্জল ভাই ছিলেন প্রতিবাদী এবং স্পষ্টবাদী। তিনি কখনো কোন প্রতিবন্ধকতা স্বীকার করেননি।” তিনি তোফাজ্জলের সাংবাদিকতার নৈতিকতা ও সাহসিকতার প্রশংসা করেন।
দৈনিক সংবাদ এর চিফ রিপোরর্টার সালাম জুবায়ের শোক সভায় বলেন, “এমন শোক সভায় দাঁড়িয়ে স্মৃতি ভারাক্রান্ত হয়ে যাই। তোফাজ্জল ভাইয়ের আচার-আচরণ সবসময় আমাদের মনে থাকবে। তার কর্মই তাকে মানুষের মধ্যে চিরকাল স্মরণীয় করে রাখবে।”
সভা শেষে, মাওলানা মঈনুদ্দিন আহমদ প্রয়াত সাংবাদিক মো. তোফাজ্জল হোসেনের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত করেন।
এই শোক সভায় উপস্থিত বক্তা ও প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেনের সহকর্মীরা তার সাথে কাটানো স্মৃতিময় সময় স্মরণ করেন।