হোসিয়ারি মালিকদের সমর্থন নিয়ে দাঁড়িয়েছি: বদু
বাংলাদেশ হোসিয়ারি সমিতির সাবেক সভাপতি বদিউজ্জামান বদু বলেছেন, "হোসিয়ারি মালিকদের সমর্থন নিয়ে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আশা করছি, মালিকদের মূল্যবান রায়ে আমাদের প্যানেল বিপুল ভোটে জয়ী হবে।" তিনি আরও বলেন, "প্রতিটি হোসিয়ারি মালিক আমাদের সর্বত্র সহযোগিতা করে যাচ্ছেন। এবারের নির্বাচনে ভোটারদের প্রতি আমাদের আহ্বান থাকবে, প্যানেলে সকল প্রার্থীদের ক্রমিক নম্বর জেনে ভোট দিন এবং পুরো প্যানেলকে ভোট দিন, কাউকে ভোট থেকে বঞ্চিত করবেন না।"
শনিবার (১৮ জানুয়ারি) সকালে নয়ামাটি এলাকায় প্রচারণাকালে এসব কথা বলেন বদু।
বদু তার নির্বাচনী প্রচারণায় “আর নয় সিলেকশন, এবার হবে ইলেকশন” স্লোগান তুলে ধরেছেন। তিনি বলেন, "দীর্ঘদিন ধরে হোসিয়ারি সমিতি নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি, তবে ৫ আগস্টের পর আমরা হোসিয়ারি সমিতির নির্বাচনে ভোট দেয়ার ব্যবস্থা করেছি। ৩ ফেব্রুয়ারি হোসিয়ারি সমিতির নতুন কমিটি আসবে, যেটি ভোটারদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।"