০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২২, ১৮ জানুয়ারি ২০২৫

চুনকা পাঠাগারের সম্মুখে ফুটপাথ উন্মুক্ত করা ও যানজট নিরসনের দাবি

চুনকা পাঠাগারের সম্মুখে ফুটপাথ উন্মুক্ত করা ও যানজট নিরসনের দাবি

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কস্থ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সামনের ফুটপাথ উন্মুক্ত করা এবং সার্বিক যানজট নিরসনের দাবিতে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে চুনকা পাঠাগার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু।

সভাপতি নূর উদ্দিন আহমেদ বলেন, চুনকা পাঠাগারের সামনের ফুটপাথটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখা উচিত। কিন্তু পাঠাগারের বারান্দার একটি অবৈধ বর্ধিত অংশ পথচারীদের জন্য বাধা সৃষ্টি করছে। এ বিষয়ে তিনি অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি, নাসিকের নির্মীয়মান ড্রেন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন এবং ফুটপাথ সংলগ্ন ড্রেনটি প্রশস্ত ও গভীর করার আহ্বান জানান।

প্রধান বক্তা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এ বি সিদ্দিক বলেন, “চুনকা পাঠাগারের সম্মুখে ফুটপাথের উপর নির্মিত পাঠাগারের বর্ধিত অংশটি অপসারণের জন্য নির্মাণকালীন সময় থেকেই সাবেক মেয়র মহোদয়ের নিকট পুনঃ পুনঃ সাক্ষাৎ করে ফুটপাথটি উন্মুক্ত করার দাবী জানানো হয়েছিল। সাবেক মেয়র মহোদয় নীতিগতভাবে সম্মত হয়ে অপসারণ করার প্রতিশ্রুতি প্রদান করেন। কিন্তু তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হননি। পাঠাগারের বর্ধিত অংশটি জনগণের চলাচলের জন্য বাধা সৃষ্টি করছে এবং প্রধান সড়কে জলজটের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। আমি নাসিক প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছি এবং তারা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। আমি “আমরা নারায়ণগঞ্জবাসী”র এই কর্মসূচীর প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করছি এবং নাসিক প্রশাসককে দ্রুততার সঙ্গে ফুটপাথটি উন্মুক্ত করার জন্য জোর দাবী জানাচ্ছি।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু তার বক্তব্যে শহরের প্রধান সড়কগুলো থেকে হকারদের যৌক্তিক পুনর্বাসনের মাধ্যমে ফুটপাথ মুক্ত করার দাবি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “পাঠাগারের সম্মুখে ফুটপাথের উপর নির্মিত অবৈধ অংশটি অবিলম্বে অপসারণ করা না হলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গড়ে তোলা হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি আঃ কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী দেওয়ান, নূর আলম কাশেম, মো. রাজি উদ্দিন, এ কে আজাদ, মো. হারুনুর রশিদ, হাজী মো. সিদ্দিক মিয়া, মো. তোফাজ্জল হোসেনসহ আরও অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়