০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১:০৯, ১৭ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের অভিষেক ও বাৎসরিক বন-ভোজন 

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের অভিষেক ও বাৎসরিক বন-ভোজন 

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের অভিষেক ও বাৎসরিক বন-ভোজন অনুষ্ঠান শুক্রবার সারাদিন ব্যাপী বন্দর থানার বালুচর আনন্দ রিভারবিউ পাক এন্ড রিসোটে উদযাপিত হয়। 

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন, এডভোকেট শিমুল, মারুফ আহমেদ বাবু, জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ, সহ-সভাপতি এ এস এম এনামূল হক প্রিন্স, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানটি শুরু হয় প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়ার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। পরে সকালের নাস্তা শেষে উপস্থিত সদস্যরা পরিবারসহ আনন্দ পার্কে ঘুরতে যান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মজার মজার রাইডস।

অনুষ্ঠানে "বণ বণ সাহিত্যপত্র" এর সম্পাদক ও প্রকাশক মো. আবু রায়হান নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতিসহ কয়েকজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করেন।

বেলা ১১টায় পুরুষ ও মহিলাদের বালিশ খেলা অনুষ্ঠিত হয়। পুরুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সাংগঠনিক সম্পাদক মো. নুর আলম আকন্দ, দ্বিতীয় স্থান অধিকার করেন মো. সেলিম আহমেদ, এবং তৃতীয় স্থান অধিকার করেন সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন। মহিলাদের গ্রæপে প্রথম স্থান অধিকার করেন ডা. তাবাছুম আরা ফেরদৌস, দ্বিতীয় স্থান ডা. সুনিতা দাশ, এবং তৃতীয় স্থান ডা. নাজমা।

দুপুরে খাবার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, যেখানে সংগীত পরিবেশন করেন দৃষ্টি সরকার, রত্না, মো. হমায়ুন কবীর, বিপলু, মিনহাজ বাবু, ডা. সুনিতা দাস এবং তবলায় ছিলেন রঞ্জন। সংগীত শেষে খেলাধুলার পুরস্কার বিতরণ ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।

বিকালের নাস্তা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ইসলাম মিয়া অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

সর্বশেষ

জনপ্রিয়