নাসিকের প্রশাসককে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র স্মারকলিপি
বঙ্গবন্ধু সড়কস্থ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের নিচতলার বারান্দার বর্ধিত অংশ অপসারণ ও ড্রেন সোজাভাবে নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন। সোমবার (১৩ জানুয়ারি) সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহম্মেদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।
তারা জানান, চুনকা নগর পাঠাগারের নিচতলার পূর্বাংশে ফুটপাত দখল করে বারান্দার বর্ধিত অংশ নির্মাণ করায় পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে কলরব স্কুল ও মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্তমানে ড্রেন সংস্কারকাজ চলাকালে ড্রেনটি সোজাভাবে নির্মাণ না করে পূর্বদিকে বাঁকানো হচ্ছে, যা যানজটের সমস্যা আরও বাড়াবে।
প্রশাসক সরেজমিনে তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুবউদ্দিন আহম্মদ, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল হক, যুগ্ম সম্পাদক পপি রানী সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সদস্য ফয়সালসহ আরও অনেকে।