১৪ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৫, ১৩ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড বিএনপি কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং লিফলেট বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়ায় ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা। এছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সদস্য শাখাওয়াত হোসেন সাকু, ৭নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের আইন-উপদেষ্টা হাবিবুর রহমান মাসুম, ৭নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি শাহ-আলম পাটোয়ারী ও শহিদুল ইসলাম সরল,  
স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া। 

সভায় বক্তারা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং তা বাস্তবায়নে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় ৩১ দফা কর্মসূচির বিষয়বস্তু তুলে ধরে উপস্থিতদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়