১৪ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০২, ১৩ জানুয়ারি ২০২৫

ভালো নির্বাচন না হলে জনগণ আবার আন্দোলনে নামবে: ইসি 

ভালো নির্বাচন না হলে জনগণ আবার আন্দোলনে নামবে: ইসি 

নারায়ণগঞ্জে এক কর্মশালায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, "জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দেশপ্রেম এবং কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়। ভালো নির্বাচন না হলে তারা আবার আন্দোলনে নামবে।"

সোমবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত একটি কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালার বিষয় ছিল ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’।

ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, "সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে কোনো চ্যালেঞ্জ বাধা হয়ে দাঁড়াবে না। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত, আর এই আমানত রক্ষা আমাদের দায়িত্ব।"

তিনি আরও বলেন, "ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারও না কারও হাত থাকে। অতীতে এনআইডি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমাদের সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে হবে।"

নারায়ণগঞ্জ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, "নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য ভিন্ন রকম। এখানে ভালো এবং খারাপ উভয় ধরনের ঐতিহ্য রয়েছে। তাই এই এলাকায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে।"

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

সর্বশেষ

জনপ্রিয়