১৪ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৩, ১২ জানুয়ারি ২০২৫

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি রবিবার (১২ জানুয়ারি) সকালে সংগঠনের কার্যালয়ে ২০০ জন অস্বচ্ছল সদস্যদের মাঝে কম্বল এবং ১০ কেজি করে চাল বিতরণ করে।

উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন মন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ।

সভাপতি তার বক্তব্যে কেন্দ্রীয় কমিটি এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কম্বল ক্রয় ও বিতরণের জন্য অর্থ এবং ২,০০০ কেজি চাল বরাদ্দ দেওয়ার জন্য। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এম এ মোমেনের ইন্তেকালের (১০ জানুয়ারি ২০২৫) কথা উল্লেখ করে তার বর্ণাঢ্যময় জীবনের ওপর আলোকপাত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করেন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ বলেন, "দেশ ও জাতির জন্য দীর্ঘদিন সেবা দেওয়া সরকারি কর্মচারীরা প্রশংসার দাবিদার।" তিনি সরকারের প্রতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে সুলভে চিকিৎসা এবং সন্তানদের শিক্ষার সহায়তা প্রদানের ব্যবস্থা করার কথা উল্লেখ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন দেওয়ান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও ত্রাণ সামগ্রী বিতরণের আশ্বাস দেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নিপেন্দ্র নাথ ভদ্র, হাজী তাজ মোহাম্মদ, হাজী আ. রহমান, কোষাধ্যক্ষ মো. আখতারুজ্জামান, সহ-কোষাধ্যক্ষ মো. সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. আউয়াল ঢালী, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল সালাম, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, কার্যকরী সদস্য আ. বারী মিয়া, মো. আব্দুর রহমান। 

সর্বশেষ

জনপ্রিয়