১৫ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২১, ১১ জানুয়ারি ২০২৫

কোনো স্বার্থ না, মানুষকে সাহায্য করা আমাদের রক্তে: শামীম

কোনো স্বার্থ না, মানুষকে সাহায্য করা আমাদের রক্তে: শামীম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের এম সার্কাস এলাকায় মডেল গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এলাকার সুবিধাবঞ্চিত অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মডেল গ্রুপের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামানের ছোট ভাই শামীম আহমেদ। 

শামীম আহমেদ বলেন, এই তল্লা, নগর খানপুর, এম সার্কেসে আমরা খেলাধুলা করে বড় হয়েছি৷ আজকে একটা বয়সে পৌঁছেছি, কর্মজীবনে আছি৷ আমার মেজো ভাই মাসুদুজ্জামান, আমার আব্বা, চাচারা সবসময় জনগণের পাশে থাকতে ভালোবাসেন৷ কোনো পলিটিক্স নিয়ে না, মানুষকে নিয়ে ব্যস্ত ছিলাম৷ আমি এখানে অনেকেরেই চিনি না, অনেককেই চিনতাম কিন্তু এখন হয়তো যোগাযোগ নেই৷ কিন্তু অন্তর থেকে আমি বলতে চাই, কোনো স্বার্থ না, মানুষকে সাহায্য করা আমাদের রক্তে৷ আমি আজকে আপনাদের মাঝে থাকতে পেরে সত্যিই আনন্দিত৷ আপনাদের সেবায় আমি সবসময় পাশে থাকবো৷

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মনির হোসেন সরদার, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক সহ স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সর্বশেষ

জনপ্রিয়