শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ’বন্ধু শিক্ষক’ কর্মসূচি ও কর্মশালা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত একটি কর্মশালার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে 'বন্ধু শিক্ষক' কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক তাঁর বক্তৃতায় বলেন, "সরকারি শিক্ষকদের অনেকেই ক্লাসে যাচ্ছেন যেন তারা কোন আশা বা শক্তি ছাড়া কাজ করছেন। তবে কিছু প্রধান শিক্ষকরা তাদের কাজের প্রতি দৃঢ় সমর্থন ও আশা দেখাচ্ছেন, যা আমাদের জন্য একটি ইতিবাচক বার্তা।"
তিনি আরও বলেন, "একজন শিক্ষিকাকে জিজ্ঞেস করেছিলাম, কেন তার স্কুলের রেজাল্ট ভালো নয়, যদিও তিনি অনেক পরিশ্রম করেন। তিনি বলেছিলেন, তিনি শিক্ষার্থীদের বোঝাতে পারেন না। আমি তাকে বললাম, 'চতুর্থ-পঞ্চম শ্রেণির মধ্যে কিছু শিক্ষার্থী ভালো পারছে, তাদের গ্রুপ করে নিয়ে বাড়িতে পড়াতে পারেন।'"
এ সময় তিনি আরও উল্লেখ করেন, "পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো শিক্ষাদান, কারণ শিক্ষার্থীদের বুঝানো এবং তাদের মস্তিষ্কের কার্যক্রম চালু রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ওই শিক্ষিকাকে পরামর্শ দিলাম, 'গ্রুপ করে পড়ানোর মাধ্যমে শিক্ষার প্রক্রিয়া অনেক ভালো হবে।'"
শিক্ষকরা যখন একসাথে কাজ করেন, তখন তারা অনেক কিছু শিখতে পারেন এবং সহানুভূতির মাধ্যমে ছাত্রদের শিক্ষার প্রক্রিয়া আরো কার্যকরী হতে পারে। এছাড়া তিনি বলেন, "একই বয়সী শিক্ষার্থীদের মাঝে গ্রুপে কাজ করতে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে সহযোগিতা সৃষ্টি হয় এবং শিক্ষার মান বৃদ্ধি পায়।"
কর্মশালায় শিক্ষকদের জন্য একটি কার্যক্রম আয়োজন করা হবে, যেখানে গাণিতিক শিক্ষার জন্য প্যাক্টিক্যালের মাধ্যমে মজার ছলে খেলা যাবে। এই পদ্ধতির মাধ্যমে গণিত শেখানোর নতুন পথ প্রদর্শন করা হবে।
আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মো. মাশফাকুর রহমান সঞ্চালনায় উপস্থিত ছিলেন ড. মো. মনিরুজ্জামান, মুহাম্মদ শামীম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (নারায়ণগঞ্জ), মো. সাকিব আল রাব্বি, অধ্যাপক বিমল চন্দ্র দাস, আব্দুর রহমান, কানিজ ফাতেমা প্রমুখ।