১০ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ৯ জানুয়ারি ২০২৫

ব্র্যাকের উদ্যোগে নতুন উদ্যোক্তাদের নিয়ে ক্ষুদ্র ঋণ কর্মশালা

ব্র্যাকের উদ্যোগে নতুন উদ্যোক্তাদের নিয়ে ক্ষুদ্র ঋণ কর্মশালা

নারায়ণগঞ্জে নতুন উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলার লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই কর্মশালায় ক্ষুদ্র ঋণ এবং ব্যাংকিং সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় ব্র্যাক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫৫ জন উদ্যোক্তা এবং বিভিন্ন ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা অংশ নেন। ব্যাংক ও এনজিও কর্মকর্তারা তাদের প্রোডাক্ট ও সেবাসমূহ উপস্থাপন করেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি প্রধান অতিথি হিসেবে কর্মশালায় অংশ নেন। তিনি বলেন, "উদ্যোক্তারা যদি ঋণের অর্থ সঠিকভাবে বিনিয়োগ করেন, তাহলে তা তাদের ব্যবসাকে সাফল্যের পথে নিয়ে যাবে। তবে ঋণের অর্থের অপব্যবহার হলে তা উদ্যোক্তাদের জন্য বিপদ ডেকে আনবে।"

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক সুমন চৌধুরী। দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন ব্র্যাকের ঢাকা এলাকার ব্যবস্থাপক রতন কুমার দাস। কর্মশালার সঞ্চালনা করেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মাহেরা বেগম।

এসডিপি প্রমিজ প্রোগ্রামের উপস্থাপনা দেন এসডিপি জেলা ব্যবস্থাপক মো. শাহেদ আহমেদ এমাদ। এছাড়া সমাজ সেবা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তারাও কর্মশালায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়