০৯ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৬, ৮ জানুয়ারি ২০২৫

ত্বকী হত্যার তদন্ত দ্রুত শেষ করে চার্জশীট জমা দেয়ার দাবি মাসুমের

ত্বকী হত্যার তদন্ত দ্রুত শেষ করে চার্জশীট জমা দেয়ার দাবি মাসুমের

ত্বকী হত্যার দ্রুত তদন্ত শেষ করে চার্জশীট জমা দেয়ার দাবি জানিয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেন, "অন্তবর্তীকালীন সরকার এসে বলেছিল, ত্বকী হত্যার বিচার হবে। র‌্যাব সক্রিয় হয়েছিল, কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল, কিন্তু এখন র‌্যাব নিস্ক্রিয়। যোগাযোগ করা হলে তারা বলে, 'দেখছি'। এত বড় নৃশংস হত্যাকাণ্ডের ১২ বছর হয়ে যাচ্ছে, আর আপনারা বিচার করতে পারছেন না? অবিলম্বে তদন্ত শেষ করে চার্জশীট জমা দিন।"

তিনি বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৪২ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্জলন কর্মসূচিতে এসব কথা বলেন।

অ্যাডভোকেট মাসুম আরও বলেন, "র‌্যাবের কিছু তদন্তকারী কর্মকর্তার দেওয়া খসড়া চার্জশীটে বলা হয়েছে, ত্বকীকে হত্যার কারণ ছিল—শামীম ওসমান নির্দেশ দিয়েছিলেন এবং তার পরিবারের সদস্য আজমেরীসহ অন্যরা হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিলেন। কিন্তু তারা আজও ধরতে পারছেন না, আর আপনি ক্ষমতায় বসে আছেন। আমরা এ ব্যর্থতা মেনে নিতে পারি না।"

তিনি প্রশ্ন তোলেন, "বাংলাদেশের ঐতিহ্য রাইফেল ক্লাবের অস্ত্র লুট করে ছাত্র-জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল শামীম ওসমান ও তার বাহিনী। এই অস্ত্রের দায়ভার কে নেবে? প্রশাসনের কাছে জানতে চাই, কেন রাইফেল ক্লাবের অস্ত্র উদ্ধার করা হয়নি? ওদের দোসররা এখনও নারায়ণগঞ্জে কীভাবে দাপিয়ে বেড়াচ্ছে? মোহাম্মদ আলীরা কীভাবে আজও বিভিন্ন সংগঠনের নির্বাচনে প্রভাব সৃষ্টি করে, যেভাবে ওসমান পরিবারের উপদেষ্টা হিসেবে করত?"

যানজটের সমস্যা নিয়ে তিনি বলেন, "যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে প্রশাসন, পুলিশ রয়েছে। তাদের ব্যর্থতার গ্লানি আপনাদের হবে, কিন্তু আমরা ভুক্তভোগী। আমাদের শহরকে সুন্দর করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।"

মাসুম বলেন, "র‌্যাব অনেক বিশ্বাস-অবিশ্বাসের সৃষ্টি করেছে। তারা ত্বকী হত্যার পূর্ণাঙ্গ তদন্ত করেছে, কিন্তু এখনো চার্জশীট দিচ্ছে না। দয়া করে চার্জশীট দিন, শামীম ওসমানকে আসামি করুন। ত্বকী, সাগর-রুনী, তনুসহ অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হলে তা আমাদের জন্য কল্যাণকর হবে। অমঙ্গলের সংকেত না দিন, আমরা তা দুমড়ে-মুচড়ে ফেলে দিতে পারি।"

অনুষ্ঠানে বক্তৃতা করেন ত্বকী হত্যার পিতা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, এবং সমমনা সংগঠনের সাবেক সভাপতি দুলাল সাহা।

সর্বশেষ

জনপ্রিয়