নাসিকে নিয়োগ বাণিজ্যের অভিযোগ রফিউর রাব্বির
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি বলেছেন, প্রার্থীদের কাছ থেকে ৫-৭ লাখ টাকা নেওয়া হচ্ছে, এবং এর সঙ্গে প্রশাসকের ব্যক্তিগত সহকারী (পিএস) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সরাসরি জড়িত।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ১৪২ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
রফিউর রাব্বি বলেন, “ওসমান পরিবারের একজন ঘনিষ্ঠ সাবেক কাউন্সিলর হত্যা মামলার বাণিজ্য শুরু করেছেন। তার লক্ষ্য হলো ব্যবসায়ী হিন্দু সম্প্রদায়। এই কাউন্সিলর ১৬ বছর ধরে ওসমান পরিবারের সভায় উপস্থিত থেকে তাদের সমর্থন দিয়েছেন, আর এখন হত্যাকাণ্ড নিয়ে ব্যবসা করছেন। মাফিয়া ওসমান সাম্রাজ্যের পতনের পর নতুন কোনো গডফাদার তৈরির চেষ্টা করলে নারায়ণগঞ্জের মানুষ তা বরদাশত করবে না।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন। ত্বকী হত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার আটকে রাখা হয়েছে। আমরা একটি জনবান্ধব বিচার ব্যবস্থা চাই। অন্তবর্তী সরকার ত্বকী হত্যার বিচারের উদ্যোগ নিলেও কার্যকর অগ্রগতি হয়নি। শামীম ওসমান, অয়ন ওসমানসহ এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।”
নারায়ণগঞ্জ শহরের যানজট পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “চাষাঢ়া থেকে ডিআইটি যেতে ১ ঘণ্টা লাগে। ফুটপাতে বসে যারা রাস্তা দখল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর পেছনে কারা চাঁদা খাচ্ছে তা প্রশাসন ও পুলিশ জানে। এ অবস্থায় প্রশাসনের দায়িত্বহীনতা মেনে নেওয়া যায় না।”
রফিউর রাব্বি বলেন, “প্রশাসনের কাজ জনগণকে নিরাপত্তা দেওয়া, সরকারকে পাহারা দেওয়া নয়। ১৬ বছর ধরে সরকার পাহারা দিয়ে জনগণের ক্ষতি করা হয়েছে। এখন যদি একই কাজ চলতে থাকে, নারায়ণগঞ্জের মানুষ রুখে দাঁড়াবে। জনগণের সেবায় কাজ না করলে প্রশাসনকে মোকাবিলা করতে বাধ্য হবো।”
তিনি জানান, “দুমাস পর ত্বকী হত্যার ১২ বছর পূর্ণ হবে। গত সাড়ে ১১ বছর ধরে আমরা এর বিচার চেয়ে আসছি। অন্তবর্তী সরকার ৬ জনকে গ্রেপ্তার এবং একজনের জবানবন্দি নিলেও, এখনো বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ওসমান পরিবার তাদের নিপীড়ন-অত্যাচারের মাধ্যমে নারায়ণগঞ্জে যে অরাজকতা তৈরি করেছিল, তার অবসান হওয়া দরকার। তাদের সহযোগী ও সুবিধাভোগীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।”
আলোক প্রজ্বালন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, সমমনা সংগঠনের সাবেক সভাপতি দুলাল সাহা।