০৯ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫২, ৮ জানুয়ারি ২০২৫

ওসমান পরিবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো: সাখাওয়াত

ওসমান পরিবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো: সাখাওয়াত

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “নারায়ণগঞ্জে শামীম ওসমান ও সেলিম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। সাত খুন, পাঁচ খুন, চার খুন এখানে কোনো বিচার ছিল না। একটি পরিবারের (ওসমান পরিবার) কথায় প্রশাসন উঠত-বসত।”

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে শহরের ডিএন রোড নন্দিপাড়ায় রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও শীতবস্ত্র বিতরণ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেন, “১৯৭৪ সালে স্বাধীনতার পর রাশিয়া থেকে সাড়ে ৭ কোটি কম্বল এসেছিল। সেই কম্বল দেশের মানুষ পায়নি। শেখ মুজিব তখন দুঃখ করে বলেছিলেন, ‘আমার কম্বলটি কোথায়?’ চাটার দল সবকিছু চেটে-পুটে খেয়েছে। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং জনগণের টাকা লুট করেছে।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতা ছাড়ার সময় চালের দাম ছিল ২০-২২ টাকা কেজি। কিন্তু এখন মানুষ ৫০-৭০ টাকা কেজি দরে চাল কিনছে। আওয়ামী লীগ দুর্নীতি ও সন্ত্রাসের মাধ্যমে ১৯৭৪ সালের মতো আবারও দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে।”

সাখাওয়াত বলেন, “গত ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসররা দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দুর্নীতি ও গুম-খুনের বিচার এ দেশের মাটিতে হবে। তারা বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে এনে জনগণকে ফেরত দিতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি মনির হোসেন। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, হারুনুর রশীদ রানা, শওকত হোসেন, তরিকুল ইসলাম হামিম, জুবায়ের রিপন প্রমুখ।

আলোচনা শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়