০৮ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০৮, ৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:৩০, ৭ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নিহত নারায়ণগঞ্জের ৫ জন

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নিহত নারায়ণগঞ্জের ৫ জন

ফরিদপুরের গেরদা এলাকায় মাইক্রোবাস ও ট্রেনের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ফরিদপুর সদরের মুন্সিবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একই পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়।

নিহতরা হলেন, নগরীর ভূঁইয়াপাড়ার মাসুম শরীফ ভূঁইয়ার মেয়ে সাজিয়া সাজু (৪৫), মাসুমের ছোটভাই হাসান ভূঁইয়ার মেয়ে ফাহমিদা শারমিন মুন (৪০), মুনের স্বামী মামুন চৌধুরী লিটন (৫০), মাসুমের আরেক ভাই হোসেন ভূঁইয়ার ছেলে সাঈদের স্ত্রী আতিফা রহমান ভূঁইয়া (৩৬), আরেক আত্মীয় উম্মে তানসুমা রিন্তু (৩০)৷ 

নিহত মামুন চৌধুরীর ভায়রা মো. সালাউদ্দিন জানান, নিহতরা সকলে নিকট আত্মীয়-স্বজন চাচাতো ভাই ও তাদের পরিবারের সদস্যরা। এরা ফরিদপুর সদরের গেরদা এলাকায় ঘোরার পর ফেরার পথে মাইক্রোবাস ট্রেনের সাথে সংঘর্ষের ফলে দুর্ঘটনার শিকার হয়।

দুপুরে গেরদা থেকে মুন্সিবাজারের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। রেলক্রসিংয়ে উঠে পড়লে রাজশাহী থেকে ঢাকা অভিমুখে চলাচলরত মধুমতি এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় ১০০ গজ দূরে ঠেলে নিয়ে যায় এবং একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দা আবু নাইম জানান, দোকানপাট ও গাছপালার কারণে রেললাইন পরিষ্কার দেখা যায় না। দুর্ঘটনার সময় ট্রেনটি হুইসেল দেয়নি। অপরদিকে শেখ জাফর বলেন, রেলক্রসিংটি অরক্ষিত, গেট বা গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তিনটি মৃতদেহ উদ্ধার করেন। বাকি দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি আশিক মো. সিদ্দিকুর ইসলাম জানিয়েছেন, স্বজনদের অনুরোধে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়