অসচ্ছল মানুষের মাঝে মডেল গ্রুপের শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের তল্লা ছোট মসজিদ এলাকায় সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মডেল গ্রুপের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মডেল গ্রুপের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মনির হোসেন সরদার।
শীতার্ত অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়ে তিনি বলেন, "সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। মডেল গ্রুপ সবসময় এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।"