০৮ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৬, ৬ জানুয়ারি ২০২৫

এএসপি পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক ফতুল্লা থেকে গ্রেফতার

এএসপি পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক ফতুল্লা থেকে গ্রেফতার

পুলিশের এএসপি পরিচয়ে অভিনব কৌশলে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ফখরুল ইসলাম বিজয় (৩০)। রবিবার (৫ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম তাকে গ্রেফতার করে।

গত ২৩ অক্টোবর জনৈক আল-আমিন ঢালী একটি ফেক ফেসবুক আইডি থেকে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ার পর ডিএমপির গুলশান থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন। এরপর ফখরুল ইসলাম বিজয় নিজেকে এএসপি পরিচয় দিয়ে আল-আমিনের সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে মোট পাঁচ লক্ষ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেয়। ফখরুল আরো দশ লক্ষ টাকা দাবি করলে আল-আমিন প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং সিটিটিসিতে অভিযোগ করেন।

অভিযোগের পর সিটিটিসি ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকের অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে ফখরুলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফখরুল মিসিং জিডির কপি সংগ্রহ করে নিজেকে এএসপি পরিচয় দিয়ে ভিকটিমদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো।
গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়