০৮ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১১, ৬ জানুয়ারি ২০২৫

পেশাজীবী গা‌ড়ি চালকদের রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা

পেশাজীবী গা‌ড়ি চালকদের রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা

সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে দিনব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর খানপুরে বিআরটিসি ডিপোর হল রুমে বিআরটিএ নারায়ণগঞ্জ কার্যালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালার মূল লক্ষ্য ছিল চালকদের আধুনিক ড্রাইভিং কৌশল, সড়ক নিরাপত্তা আইন এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ বিষয়ে সচেতন করে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সচিব মো. জসিম উদ্দিন। তিনি বলেন, "গাড়ি চালকদের শুধু দক্ষতাই যথেষ্ট নয়; তাদের সড়ক নিরাপত্তা আইন, যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জ্ঞান থাকা আবশ্যক। এই প্রশিক্ষণ কর্মসূচি সড়কে শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী চালকদের সড়ক দুর্ঘটনার কারণ ও তা প্রতিরোধের কৌশল, জ্বালানি সাশ্রয়ী ড্রাইভিং কৌশল এবং জরুরি অবস্থায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, যাত্রীদের প্রতি শিষ্টাচার এবং পেশাগত আচরণ নিয়েও আলোকপাত করা হয়।

কর্মশালার সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান বলেন, "একজন দক্ষ চালক কেবল নিজের জীবনই নয়, বরং সড়কে চলাচলকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখেন। এই উদ্যোগ আমাদের সড়ক ব্যবস্থাকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন খান, ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল করিম শেখ, ড্রাইভিং ইন্সট্রাক্টর মো. জাহিদুল ইসলাম, মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবির ও সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হেমা‌য়েত হো‌সেন।

এই কর্মশালায় তিন শ্রেণির লাইসেন্সধারী ১৮০ জন পেশাজীবী চালক অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়