থার্টিফার্স্ট নাইটে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টিফার্স্ট নাইটে কনসার্টে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হৃদয় (১৮) হত্যা মামলার প্রধান আসামি হাসিফ ওরফে আসিফ (২০) কে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৫ জানুয়ারি) র্যাব-১১ এবং র্যাব-৮ এর যৌথ আভিযানে মাদারীপুর জেলার সদর থানাধীন টুবিয়া বাজার এলাকা থেকে আসিফকে গ্রেফতার করা হয়।
গত ৩১ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা বউ বাজার রেললাইন সংলগ্ন খেলার মাঠে একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন হৃদয়। কনসার্ট চলাকালে স্টেজে ওঠা নিয়ে আসিফ ও তার সহযোগীদের সঙ্গে হৃদয়ের তর্কবিতর্ক হয়। ১ জানুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে আসিফের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জন হৃদয়ের ওপর হামলা চালায়। আসিফ সুইচ গিয়ার চাকু দিয়ে হৃদয়ের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হৃদয়ের দুই বন্ধু সানি (২০) এবং আপন (১৮) তাকে বাঁচাতে গেলে তারাও গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ২টা ৩০ মিনিটে হৃদয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার পর নিহত হৃদয়ের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন।