অপরাধ নিয়ন্ত্রণে র্যাব-১১ শুরু করেছে রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে র্যাব-১১ সম্প্রতি রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম শুরু করেছে। এটি মূলত চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডের মত অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে শুরু হয়েছে।
৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে পুলিশি কার্যক্রম প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছিল, যার ফলে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। বিশেষত, নারায়ণগঞ্জে ছিনতাই ও ছিনতাই পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনা আশংকাজনক হারে বেড়ে যায়। এর মধ্যে অন্যতম আলোচিত ঘটনা ছিল গত ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্র সিমান্ত হত্যার ঘটনা।
অপরাধ নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় র্যাব-১১ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। র্যাব-১১ বর্তমানে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ সাতটি জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করছে। রোবাস্ট পেট্রোলিংয়ের আওতায় রয়েছে নারায়ণগঞ্জের চিটাগাংরোড, সাইনবোর্ড, কাঁচপুর ব্রীজ, ভুলতা-গাউছিয়া, মেঘনা ব্রীজ, সোনারগাঁ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা।
এছাড়াও, র্যাব-১১ গোয়েন্দা নজরদারীও বৃদ্ধি করেছে, যাতে করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অপরাধ সংঘটিত হওয়ার আগে তা প্রতিরোধ করা সম্ভব হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদর বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।