০৮ জানুয়ারি ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১:৩২, ৫ জানুয়ারি ২০২৫

"বাংলার শিরোনাম" এর ষষ্ঠ বছরে পদার্পণ 

ষষ্ঠ বছরে পদার্পণ করেছে "বাংলার শিরোনাম"। রবিবার (৫ জানুয়ারি) চাষাড়ার একটি রেস্টুরেন্টে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে পত্রিকাটির সাংবাদিক, কলাকুশলী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টরা। এ সময় "বাংলার শিরোনাম" সম্পাদক ইউসুফ আলী প্রধান সঠিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোন প্রকার ছাড় না দেওয়ার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, কোনো ধরনের প্রভাব সত্য সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করতে পারবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ "বাংলার শিরোনাম" এর প্রতি শতভাগ সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, পত্রিকা হোক বা অনলাইন, দক্ষতা, যোগ্যতা ও সততা নিয়ে এগিয়ে যাক "বাংলার শিরোনাম"।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, "সত্যের সংগ্রামে মিথ্যার অবসানে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে বাংলার শিরোনামকে।"

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এড. তমিজ উদ্দিন বলেন, "সাংবাদিকতা একটি নিদ্রাহীন পেশা, যখন যেখানে জনদুর্ভোগ, সেখানেই সাংবাদিককে এগিয়ে যেতে হয়।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, নারায়ণগঞ্জ খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ মো. শাব্বীর আহমদ, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আবদুল মোমিন, এড. নিজাম উদ্দিন প্রমুখ।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান সিদ্দিক, বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস. এম. শাহিন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসাইন চিশতী শিবলু, খোলা কাগজের নারায়ণগঞ্জ প্রতিনিধি নেয়ামত উল্লাহ, টুডে টাইমসের সম্পাদক ও প্রকাশক তানজিমুল হাসান মায়াজ, আমার দেশ পত্রিকার সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা আরফি হোসাইন, বন্দর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাংবাদিক বাদল ভূইয়া, বাংলার চোখ নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি সাইফুল ইসলাম, বাংলার শিরোনামের কারিগরি সহযোগিতায় আল মামুন, সাংবাদিক মো. রানা, বাংলার শিরোনাম নারায়ণগঞ্জ সংবাদদাতা আলী আহমাদ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়