বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জোবায়েরের পাশে দাঁড়ালো বিজিবি
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশি নির্যাতনের শিকার হয়ে গুলিবিদ্ধ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ছাত্র জোবায়েরের চিকিৎসায় সহায়তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এগিয়ে এসেছে। রবিবার (৫ জানুয়ারি) বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আহত জোবায়েরের পিতার হাতে নগদ ১ লক্ষ টাকার অনুদান তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবি উইং কমান্ডার মেজর এস. এম হাবিব ইবনে জাহান (এসপিপি) এবং গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন।
জানা যায়, গত ৪ আগস্ট চাষাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশ জোবায়েরকে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং পরে বুকে ও হাতে গুলিবিদ্ধ হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, ৮ আগস্ট গিয়াসউদ্দিন কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন সেনাবাহিনীর সহায়তায় জোবায়েরকে ঢাকা সিএমএইচে ভর্তি করাতে সক্ষম হন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
বর্তমানে, জোবায়ের সুস্থ হয়ে উঠছেন এবং তার চিকিৎসার খরচ সেনাবাহিনী বহন করছে। তার চিকিৎসা সহায়তায় গিয়াসউদ্দিন কলেজের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া, বিজিবি থেকেও ১ লক্ষ টাকার অনুদান পেয়ে তার চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়া আরও সুষ্ঠুভাবে চলতে সক্ষম হবে।
এ বিষয়ে, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, "এটি আমাদের কলেজের সামাজিক দায়িত্ব ও নৈতিক সমর্থন, যাতে আমাদের শিক্ষার্থীকে সর্বোত্তম চিকিৎসা প্রদান করা যায়। আমি চাই, জোবায়ের যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়।"
কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন জানান, "আমরা একসঙ্গে এই প্রতিবাদী আন্দোলনে শামিল ছিলাম, এবং কলেজের শিক্ষকরা এখনো জোবায়েরের পাশে দাঁড়িয়ে আছেন।"
এছাড়া কলেজের ফান্ড থেকে আরো ৫০ হাজার টাকা যোগ করে জোবায়েরের পিতাকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়েছে এবং তাকে একটি অটো ভ্যান গাড়ি কিনে দেয়ার পরিকল্পনাও নেয়া হয়েছে।