০৭ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৩, ৪ জানুয়ারি ২০২৫

ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শুক্রবার

ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শুক্রবার

‘দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৪’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল তিনটায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। সভাপতিত্ব করবেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক এবং নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি।

এবারের প্রতিযোগিতায় তিনটি বিভাগে সারাদেশ থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে: প্রথম দশজন সার্টিফিকেট, বই ও ক্রেস্ট এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা বিশেষ ক্রেস্ট, বই এবং সার্টিফিকেট পাবে।

প্রথম স্থান অধিকারীদের ‘ত্বকী পদক ২০২৪’ প্রদান করা হবে।

প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দশটি লেখা ও চিত্রকর্ম নিয়ে একটি আকর্ষণীয় স্মারক ‘ত্বকী’ প্রকাশিত হবে। 

সর্বশেষ

জনপ্রিয়