শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর উত্তর থানার দ্বি-বার্ষিক সম্মেলন
শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর উত্তর থানার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফয়সুল এবং সহ-সাধারণ সম্পাদক এড. সাইফুল ইসলাম।
সম্মেলনের শেষে, আবু-সাঈদ গাজী কে সভাপতি ও জি.এম হায়দার কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।