০৬ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪০, ৩ জানুয়ারি ২০২৫

বাবুরাইল আজমীরী গলিতে সাত দিনব্যাপী ওরশ শুরু

বাবুরাইল আজমীরী গলিতে সাত দিনব্যাপী ওরশ শুরু

নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বাবুরাইল আজমীরী গলিতে হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহঃ)-এর ৭০তম সাত দিনব্যাপী বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টায় হযরত শাহ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ খানকায়ে দারুল ইস্ক চত্বরে তরিকার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ ওরশের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা নবাব বাড়ির বর্তমান পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই এবং পরিবারের অন্যান্য পীরজাদারা। উদ্বোধনের সময় ওরশ কমিটি ও ভক্তবৃন্দ পীরজাদাদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হয়।

২ জানুয়ারি ১ রজব থেকে শুরু হওয়া এই ওরশ মোবারক ৭ জানুয়ারি শেষ হবে এবং ৮ জানুয়ারি বাদ আসর আখেরি কুল ফাতেহার মাধ্যমে সমাপ্তি ঘটবে। প্রতিদিন রাত সাড়ে ৯টায় কুল ফাতেহা মজলিশে কাওয়ালী পরিবেশিত হবে এবং রাত ১০টায় বাংলা বয়াতি গানের আসর অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি ওরশের শেষ দিনে নেওয়াজ বিতরণ এবং আখেরি কুল ফাতেহার মাধ্যমে ওরশের সমাপ্তি ঘোষণা করা হবে।

১৯৫৫ সালে বাবুরাইলে এই ওরশ মোবারক শুরু করেন পীরে কামেল হযরত শাহ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহঃ)। ৭০ বছর ধরে এই ওরশ শরীফ পরিচালিত হচ্ছে। বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন আলহাজ্ব মনোয়ার হোসেন মনা এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আলী রেজা রিপন।

সর্বশেষ

জনপ্রিয়