পাঠ্যবইয়ের পাতায় নারায়ণগঞ্জের র্যাপার হান্নান-সেজান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগুন ঝরা র্যাপ (বিশেষ জনরার গান) গেয়ে আলোচিত নারায়ণগঞ্জের দুই তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুল ও মোহাম্মদ সেজানের কথা উঠে এসেছে নতুন পাঠ্যবইতেও। তাদের ‘কথা ক’ ও ‘আওয়াজ উডা’ শিরোনামের র্যাপ দু’টি কীভাবে আন্দোলনকে আরও ত্বরান্বিত করেছে সে ব্যাপারেও লেখা হয়েছে সপ্তম শ্রেণির ইংরেজি পাঠ্যবইতে।
রাজধানীর জুরাইনে নানিবাড়িতে জন্ম র্যাপার হান্নান হোসাইনের। তবে, এ কণ্ঠশিল্পী বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জে। সদর উপজেলার ফতুল্লার পাগলা এলাকায় থাকেন তিনি। তারই প্রজন্মের কণ্ঠশিল্পী মোহাম্মদ সেজানও পাগলার বাসিন্দা।
গত বছরের জুনে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনে শিক্ষার্থীদের কণ্ঠে আগুন ঢেলে দেয় হান্নানের ‘আওয়াজ উডা’ আর সেজানের ‘কথা ক’ গান দু’টি। এই গানের শব্দগুলো হয়ে ওঠে শাসকের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম হাতিয়ার।
নতুন বছরের সপ্তম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে ‘নতুন প্রজন্ম’ শিরোনামের একটি লেখায় এই দুই কণ্ঠযোদ্ধার কথা উঠে এসেছে। সেখানে লেখা হয়েছে, ‘আপনি কি সেজানের “কথা ক” গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন। তাদের র্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সংগীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না; তারা সাহসী এবং ব্যতিক্রম।’
তবে, আন্দোলন চলাকালীন ‘আওয়াজ উডা’ গানের জন্য গ্রেপ্তার হতে হয়েছিল হান্নানকে। গত ২৫ জুলাই ফতুল্লার ভূঁইগড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে বিস্ফোরক আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমাণ্ডেও নেওয়া হয়। শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ১২ দিন কারাবাসের পর মুক্তি পান হান্নান।