তোফাজ্জল হোসেনের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শোক
নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) গভীর শোক প্রকাশ করেছে।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এক শোকবার্তায় জানান, এনইউজের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। শোকবার্তায় বলা হয়েছে, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দেন।