সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে বিপিজেএ জেলা শাখার শোক
প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মো. তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম এক শোকবার্তায় বলেন, "প্রবীণ সাংবাদিক তোফাজ্জল ভাই ছিলেন সৎ ও সাহসী এক ব্যক্তিত্ব। তিনি সর্বস্তরের মানুষের কাছে একজন প্রিয় এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোকাহত। মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।"
তোফাজ্জল হোসেনের ছেলে মনিরুল ইসলাম সবুজ বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর পিতার মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।