০৫ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৭, ২ জানুয়ারি ২০২৫

’নাইন্টি নাইন বুক শপ’-এর উদ্যোগে ভ্রাম্যমাণ বইমেলা শুরু

’নাইন্টি নাইন বুক শপ’-এর উদ্যোগে ভ্রাম্যমাণ বইমেলা শুরু

'নাইন্টি নাইন বুক শপ'-এর উদ্যোগে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মেলা চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।

মিনার প্রাঙ্গণে ১০টি স্টলে বিভিন্ন প্রকাশনার বই নিয়ে বসেছেন বিক্রেতারা। মেলায় উপন্যাস, গল্প, ভ্রমণকাহিনী, কবিতা, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশনসহ নানা ধরনের বই স্থান পেয়েছে। তরুণ থেকে শুরু করে নানা বয়সী পাঠকের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। কেউ বই পড়ছেন, কেউ কিনছেন প্রিয় লেখকের বই।

মেলার আয়োজক 'নাইন্টি নাইন বুক শপ'-এর এডমিন জিয়াউল হাসান বলেন, “ঢাকার বাইরে পাঠকদের প্রয়োজনীয় বই সরবরাহ ও তাদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আমরা বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করছি। এর ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জে এ মেলার আয়োজন। আগে আমরা ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা অঞ্চলে মেলা করেছি। এবার ১০টি প্রকাশনা প্রতিষ্ঠান নিয়ে এই আয়োজন।”

তিনি আরও বলেন, “আজকের বৈরী আবহাওয়ার মধ্যেও মেলায় দর্শনার্থী ও গ্রাহক সংখ্যা ছিল বেশ ভালো। বই বিক্রির সাড়াও আমরা পাচ্ছি। আশা করছি, পরবর্তী তিন দিনে আরও বেশি গ্রাহক আসবেন এবং বই বিক্রি বাড়বে।”

তরুণ লেখক ফাহাদ উদ্দিন বলেন, “বিভিন্ন জেলায় এমন আয়োজন লেখক ও পাঠকের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। ঢাকার বাইরে এমন মেলার অভাবে পাঠকদের সঙ্গে লেখকদের দূরত্ব তৈরি হচ্ছিল। এই মেলার মাধ্যমে সেই ব্যবধান ঘুচবে।”

এক শিক্ষার্থী বলেন, “এমন বইমেলা আয়োজন সত্যিই চমৎকার। এটি বইপ্রেমীদের জন্য দারুণ একটি সুযোগ। যারা বই পড়েন না, তারাও এমন মেলায় আসলে বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবেন।”

মেলায় বই বিক্রেতা মো. হামিম বলেন, “এবার পাঠকদের আগ্রহ ও চাহিদা অনুযায়ী নতুন বই সংগ্রহ করেছি। ২০২৪ সালের বইমেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই আয়োজন করেছি।”

সর্বশেষ

জনপ্রিয়