বেড়েছে শীতের তীব্রতা, বিপাকে পড়েছেন অসহায় মানুষ
পৌষের মাঝামাঝি পার হলেও গত কয়েকদিন শীতের তীব্রতা অনুভূত হয়নি। তবে, নতুন বছরের শুরু থেকে শীতের অনুভব বেড়ে গেছে। বিশেষ করে বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর থেকে নারায়ণগঞ্জ কুয়াশায় আবৃত ছিল এবং হিম বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। সকাল পেরিয়ে দুপুর গড়ালেও সূর্যের দেখা মেলেনি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (১ জানুয়ারি) নারায়ণগঞ্জে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ৭.৯ ডিগ্রিতে নেমে এসেছে, যা কিছুদিন আগে ছিল ১২ ডিগ্রির বেশি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কুয়াশাচ্ছন্ন থাকবে, যা রাতে আরও বাড়বে।
রিকশা চালক ফরিদ মিয়া বলেন, সকাল থেকে প্রচণ্ড শীত পড়েছে। শীতের কাপড় পড়েও সামাল দেওয়া যাচ্ছে না। তার উপরে ঘন কুয়াশায় চারদিকে কিছু দেখা যাচ্ছে না। এতে করে সড়ক দুর্ঘটনা হওয়ার ভয় থাকে।
শিক্ষার্থী মনির হোসেন বলেন, ‘সকালে ভার্সিটিতে যেতে পারিনি। শীতের তীব্রতার সাথে তাল মিলিয়ে ঘন কুয়াশা বেড়েছে। যে কারণে আজ বাড়ি থেকে বের হইনি।
এদিকে, শীতের তীব্রতার কারণে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুঃখ-দুর্দশায় পড়েছেন নিম্নবিত্ত, হতদরিদ্র ও অসহায় শ্রেণির মানুষ। শীতের মাত্রা বেড়ে যাওয়ায় শহরের ফুটপাতসহ হাটবাজারে বসা দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষদের ভিড় দেখা গেছে, যারা শীত নিবারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন।