০৪ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৬, ৩১ ডিসেম্বর ২০২৪

দমন-পীড়ন বন্ধ ও শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

দমন-পীড়ন বন্ধ ও শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লা এনায়েত নগর এলাকার এন আর গ্রুপের শ্রমিকদের দমন-পীড়ন বন্ধ, বরখাস্তের নোটিশ ও মিথ্যা মামলা প্রত্যাহার, কাজে পুনর্বহাল, এবং কারাবন্দি শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন নির্যাতিত শ্রমিকরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এন আর গ্রুপের শ্রমিক সোহাগ শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আঃ হাই শরীফ, গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক নূর ইসলাম আক্তার, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, এন আর গ্রুপের শ্রমিক প্রতিনিধি জাহিদ, সদ্য কারামুক্ত শ্রমিক রিনা বেগম।

নেতৃবৃন্দ দাবি করেন, এন আর গ্রুপের শ্রমিকদের কাজের চাপ বাড়িয়ে জুলুম-অত্যাচার করা হচ্ছে। টার্গেট পূরণে ব্যর্থ হলে স্টাফরা শ্রমিকদের গালিগালাজ ও মারধর করেন। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানালে মালিক পক্ষ সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়ে মিথ্যা মামলা দেয়।

নেতৃবৃন্দ আরও বলেন: শ্রমিকদের দমন-পীড়ন বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে। অবিলম্বে বরখাস্তের নোটিশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে শ্রমিকদের কাজে পুনর্বহাল করতে হবে। কারাবন্দি শ্রমিকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

তারা দাবি করেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং শিল্পাঞ্চলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়