প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যের বই বিতরণ শুরু
নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যের বই বিতরণ শুরু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) ফতুল্লার ভূইগড় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক আনন্দমুখর অনুষ্ঠানে এই বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খনম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুক্তা বেগম এবং প্রাথমিক শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
নারায়ণগঞ্জের ৫টি উপজেলার জন্য এবছর প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ১৪ হাজার বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ২ লাখ ৩২ হাজার বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছেছে এবং স্কুল পর্যায়ে বিতরণ সম্পন্ন হয়েছে।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কিছু বিষয়ের বই এখনও ছাপাখানা থেকে সরবরাহ করা হয়নি। তবে যা পাওয়া গেছে তা দ্রুত বিতরণ করা হয়েছে। বাকী বই কয়েকদিনের মধ্যেই স্কুল পর্যায়ে পৌঁছে যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, “আমাদের লক্ষ্য ছিল কোনো শিক্ষার্থী যেন নতুন বই ছাড়া স্কুলে যেতে না হয়। এবার প্রথম দিন থেকেই ছাত্র-ছাত্রীরা নতুন বই হাতে স্কুলে আসতে পারবে।”