০১ জানুয়ারি ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০:৩৩, ২৯ ডিসেম্বর ২০২৪

শ্রমিক জাগরণ মঞ্চের উদ্যোগে ঢাকামুখী লংমার্চ

শ্রমিক জাগরণ মঞ্চের উদ্যোগে ঢাকামুখী লংমার্চ

শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা, রেশন, হেলথ কার্ড, শ্রমিক সন্তানদের অবৈতনিক শিক্ষা, এবং আবাসন সংকট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জ চাষাড়া প্রেসক্লাব থেকে ঢাকামুখী লংমার্চ শুরু করেছে শ্রমিক জাগরণ মঞ্চ। লংমার্চের নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে লংমার্চের সূচনা হয়।

সমাবেশে অংশগ্রহণ করেন শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, নারায়ণগঞ্জ জেলা সভাপতি এস এম আব্দুস সবুর, পরিবহন শ্রমিক নেতা সবুজ মিয়া, ছাত্র জাগরণ মঞ্চের নেত্রী রাজিয়া রিয়া। 

কেন্দ্রীয় শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক বলেন: "আমাদের স্বাধীনতা এখনো পূর্ণ হয়নি। শ্রমিকরা এখনো অর্থনৈতিক বৈষম্য এবং সংস্কৃতি আগ্রাসনের কবলে আছে। বর্তমান মজুরিতে শ্রমিকের মৌলিক চাহিদা মেটানো সম্ভব নয়। পাকিস্তান আমলে শ্রমিকরা ৬ মন চাল কিনতে পারত, এখন ন্যূনতম মজুরিতে ৩ মন চাল কেনাও কঠিন। এটা কি স্বাধীনতার স্বপ্ন ছিল?"

তিনি আরও বলেন: শ্রমিকদের জন্য হেলথ কার্ড এবং রেশনিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শ্রমিক সন্তানদের জন্য পড়াশোনার সুযোগ থাকা আবশ্যক। দেশের নেতৃত্ব শ্রমিকদের অধিকার নিয়ে সচেতন নয়। বর্তমান বৈষম্যমূলক অর্থনীতি শ্রমিকদের বঞ্চিত করছে।

সর্বশেষ

জনপ্রিয়