হোসিয়ারী এসোসিয়েশনের প্রার্থীদের মতবিনিময় ও পরিচিতি সভা
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও প্রার্থীতা পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী বদিউজ্জামান বদু। তিনি বলেন, “হোসিয়ারী মালিক ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় আমি সবসময় পাশে আছি এবং থাকব। কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হলে তাকে রেহাই দেওয়া হবে না। আমার প্যানেল বিজয়ী হলে হোসিয়ারী ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করব। ব্যবসায়ীদের কোনো খরচ ছাড়াই পিকনিক আয়োজন করব এবং কমিউনিটি সেন্টার ফ্রি করে দেওয়া হবে। ব্যবসায়ীদের যেকোনো বিপদে আমি সহযোগিতার হাত বাড়াব।”
অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেন।
উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন: সাধারণ: বদিউজ্জামান বদু, আব্দুর সবুর খান সেন্টু, মনির খান, দুলাল মল্লিক, আতাউর রহমান, মো. মিজানুর রহমান, আলহাজ্ব মনির হোসেন, মো. শাহীন, আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো. মাসুদুর রহমান, পারভেজ মল্লিক।
এসোসিয়েট: সাঈদ আহমেদ স্বপন, নাসির শেখ, মো. বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বিতরণ ২৮-৩০ ডিসেম্বরের মধ্যে করা হবে, দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত। ১৮ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।