নতুন অলিগার্কদের প্রতিহত করার আহ্বান ব্যবসায়ী নেতা ফজলুল হকের
নতুন করে যারা অলিগার্ক হতে চায়, তাদের প্রতিহত করার আহ্বান জানালেন ব্যবসায়ী নেতা ফজলুল হক। শুক্রবার (২৭ ডিসেম্বর) কৃষিবিদ ইন্সটিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত "ঐক্য, সংস্কার, নির্বাচন" শীর্ষক সংলাপে বক্তব্য রাখেন বিকেএমইএর সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা ফজলুল হক।
তিনি বলেন, "গত চার-পাঁচ মাস ধরে সংস্কার ও ঐক্যের ওপর আলোচনা চলছে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণগঠনের প্রয়োজনীয়তা বারবার উপেক্ষিত হচ্ছে। রাজনীতি ও প্রশাসন নিয়ে যতটা আলোচনা হচ্ছে, অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা ততটা গুরুত্ব পাচ্ছে না। অথচ দেশের অর্থনীতির ভিত্তি দুর্নীতি ও লুটপাটে ক্ষতিগ্রস্ত। অর্থনৈতিক সংস্কার ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।"
ফজলুল হক উল্লেখ করেন, "বাংলাদেশের অর্থনীতি অল্প কিছু প্রভাবশালী গোষ্ঠীর হাতে জিম্মি। তারা দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। সুশাসনের অভাবে অর্থনীতির সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। যদি এই লুটপাট না থাকত, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম।"
তিনি বলেন, "অলিগার্কদের বাইরে রেখে দেশের ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা জরুরি। তারা অর্থনীতির মূল চালিকা শক্তি। তুলনামূলক সৎ ব্যবসায়ীদের একত্রিত করে একটি সুশাসনের পরিবেশ তৈরি করতে হবে।"
ফজলুল হক আরও বলেন, "ব্যবসায়িক সংগঠনগুলো এখন লুটপাটের জায়গায় পরিণত হয়েছে। নেতা হওয়া মানেই পরবর্তীতে এমপি, মেয়র বা ব্যাংকের মালিক হওয়া। প্রকৃত অর্থে ব্যবসায়ের উন্নয়নে তাদের ভূমিকা কম। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ দরকার।"
তিনি বলেন, "দেশের উন্নয়নে রাজনৈতিক ঐক্যের পাশাপাশি অর্থনৈতিক ঐক্যও সমান গুরুত্বপূর্ণ। যদি এই দুইটি প্রক্রিয়া সমানভাবে এগিয়ে না যায়, তাহলে বৈশ্বিক অর্থনীতিতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।"
ফজলুল হক তার বক্তব্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধ অর্থনীতির পথে এগিয়ে নিতে সংস্কারের পাশাপাশি সৎ এবং যোগ্য ব্যবসায়ীদের প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।