আমরা স্বাধীনতার জন্য ৭১ ও ২৪-এ দুইবার লড়াই করেছি: মাহবুব মোর্শেদ
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেছেন, “আমরা স্বাধীনতার জন্য ৭১ ও ২৪-এ দুইবার লড়াই করেছি। একাত্তর যেভাবে আমাদের ইতিহাসে স্থাপিত হয়েছে, সেভাবে চব্বিশের নিজস্ব ইতিহাস ধরে রাখার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।”
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে সমগীতের ‘গানেপ্রাণে’ অনুষ্ঠানে 'একাত্তর থেকে চব্বিশ: সাংস্কৃতিক রূপান্তরের বয়ান' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহবুব মোর্শেদ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পূর্ববর্তী আন্দোলনগুলো যেমন ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের যৌথ যোগফল এই আন্দোলন। ২০১৮ সালে যারা স্কুলে পড়তো, তারাই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তারা তখনই বলেছিল রাষ্ট্র সংস্কারের প্রয়োজন। আর ২৪-এ এসে তারা রাষ্ট্র সংস্কারের প্রথম অংশ হিসেবে হাসিনা সরকারকে উৎখাত করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, “বিএনপিসহ অনেক রাজনৈতিক দল চেষ্টা করেছে শেখ হাসিনাকে উৎখাত করতে, কিন্তু তারা পারেনি। তরুণ প্রজন্মের সংগঠিত শক্তি ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের সমন্বয়ে এই পরিবর্তন সম্ভব হয়েছে।”
তিনি বলেন, “৭১ নিয়ে হাজার হাজার গল্প, উপন্যাস, কবিতা, সিনেমা, গান লেখা হয়েছে। কিন্তু ২৪ নিয়ে কয়টা সাহিত্য তৈরি হয়েছে? আমাদের ভেতর এক জুজুর ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ২৪ দিয়ে ৭১ ঢেকে ফেলা হচ্ছে। এটা নতুন একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা।”
মাহবুব মোর্শেদ কৌশলগতভাবে উল্লেখ করেন, “শেখ হাসিনা আমাদের ছোট করে রাখতো এই বলে যে যারা আমার শাসনের বিরোধিতা করবে তারা দেশপ্রেমিক না। ভারত বা কোলকাতা যেটা গ্রহণ করবে যেমন ৭১ বা ৫২-এর সাহিত্য, সেটাকেই বড় করে তোলা হবে। কিন্তু ২৪-এর আন্দোলন এবং তরুণদের ভূমিকা আমাদের ইতিহাসে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে হবে।”
অনুষ্ঠানে সমগীতের কেন্দ্রীয় সভাপ্রধান দিনা তাজরিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চলচ্চিত্রকার হাসান জাফরুল বিপুল, সমগীতের শিল্পী সংগঠক অমল আকাশ, কবি ও পরিবেশ কর্মী আরিফ বুলবুল এবং ছড়াকার আহমেদ বাবলু।