২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৮, ২৪ ডিসেম্বর ২০২৪

ব্যাংকে আটকা পড়েছে সিটি কর্পোরেশনের ২৭ কোটি টাকা

ব্যাংকে আটকা পড়েছে সিটি কর্পোরেশনের ২৭ কোটি টাকা

দেশের কয়েকটি ব্যাংকে আটকা পড়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ কোটি টাকার আমানত৷ তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো থেকে টাকাগুলো তোলা যাচ্ছে না৷ এতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাজের খরচ মেটানো যাচ্ছে না৷

এসব বিষয়ে গত সোমবার (২৩ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব বরাবর চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ৷

স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ৭১(২) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে জারিকৃত পত্রের নির্দেশনা অনুসরণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তহবিল পরিচালনার জন্য তফসিলভুক্ত বিভিন্ন ব্যাংকে হিসাব খোলা হয়েছে। বর্তমানে কিছু ব্যাংকের তারল্য সংকটের কারণে এনসিসি’র আমানতকৃত অর্থ উত্তোলন করা সম্ভব হচ্ছে না। ফলে দাপ্তরিক গুরুত্বপূর্ণ খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাংকসমূহে পত্র প্রেরণ ও বারবার যোগাযোগ করেও চেক নগদায়ন করা সম্ভব হচ্ছে না।

চিঠিসূত্রে জানা যায়, গ্লোবাল ইসলামী ব্যাংকের দু’টি একাউন্টে পানির বিল ও ভ্যাট আদায় বাবদ ২ কোটি ১১ লাখ ৫১ হাজার ৬৭ টাকা জমা রয়েছে৷ এছাড়া, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২ একাউন্টে পৌর কর আদায় ও কর্মকর্তা-কর্মচারী আনুতোষিক হিসাব্য এফডিআর) মিলিয়ে ১ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ৪৭ টাকা, ইউনিয়ন ব্যাংকে আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি প্রকল্পের (জিওবি অংশের অর্থ) ২৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৮০৪ টাকা জমা পড়ে আছে৷

বিদ্যমান সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে বলা হয়েছে৷

সর্বশেষ

জনপ্রিয়