২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২৮, ২৩ ডিসেম্বর ২০২৪

হোসিয়ারী শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

হোসিয়ারী শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জে হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে 'কারচুপির নির্বাচন আয়োজন' উল্লেখ করে এর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন হোসিয়ারী শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় শ্রমদপ্তরে গিয়ে শেষ হয়। এরপর শ্রমদপ্তরের সামনে দুপুর ১টায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আঃ হাই শরীফ। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি দুলাল সাহা, হোসিয়ারী শ্রমিক নেতা মো. শাহজাহান, মো. খোকন মিয়া, মুক্তার হোসেন, আলী মিয়া এবং মো. রুবেল।

নেতারা অভিযোগ করেন, "বিপুল সংখ্যক ভোটারকে নির্বাচন থেকে বাদ দিয়ে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে একটি একতরফা নির্বাচনের আয়োজন চলছে। এটি হোসিয়ারী শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার শামিল।" তারা আরও বলেন, "আমরা ২০১৯ সালের সকল ভোটারদের ভোট দেওয়ার অধিকারের দাবি জানাচ্ছি। অধিকাংশ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে যদি নির্বাচন করা হয়, তাহলে হোসিয়ারী শ্রমিকরা তা মেনে নেবে না।" নেতারা হুঁশিয়ারি দেন, "এ ধরনের প্রক্রিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।"

সর্বশেষ

জনপ্রিয়