সীমান্ত হত্যায় এবার ১১ মামলার আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যার ঘটনায় মোহাম্মদ আকাশ খান ওরফে সাইদুর রহমান আকাশ (৩৬) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলায় মোট দুজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, মো. অনিক (২৮) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও মাদকের অভিযোগে ৮টি মামলা রয়েছে এবং ২টি গ্রেফতারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তার আকাশ শহরের কাশিপুর এলাকার ওমর খানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ ১১টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ।
এ বিষয়ে সদর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এই মামলায় এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে আকাশ নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চুরিসহ মোট ১১টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তার বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। এর আগে, অনিক (২৮) নামে আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছিল। সেই আসামি ছিনতাইয়ের উদ্দেশ্যে কীভাবে শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাত করেছে সেই বর্ণনা আমাদের কাছে দিয়েছে। তার বিরুদ্ধেও ৮টি মামলা রয়েছে।’
গত ১২ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে দেওভোগের ভাষা সৈনিক মমতাজ বেগম সড়কের আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে দুর্বৃত্তরা ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাত করে। হামলার পর তার কাছ থেকে মোবাইল ফোন ও ১৮০০ টাকা লুট করে পালিয়ে যায়। গুরুতর আহত সীমান্তকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু ১৪ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের বাবা হাজী মো. আলম পারভেজ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।