বিপিজেএ জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় চাষাড়া শহীদ মিনার সংলগ্ন এসোসিয়েশনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সংগঠনের সভাপতি মো. এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি, সহ-সভাপতি আমির হোসেন, সাবেক সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিব, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাছ, সদস্য মনিরুল ইসলাম সবুজ, কেএইচ মিলন, মোক্তার হোসেন, আরিফুর রহমান, সোহেল রানা, দিনার মাহমুদ ও মাহাবুবুর রহমান খোকা।
সভায় আগামী ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার সংগঠনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।