পোর্ট্রেট এর সদস্য পদ পেলেন শ্যামল
আলোকচিত্র বিষয়ক সংগঠন পোর্ট্রেটের নবম ফটোগ্রাফিক কার্নিভালে ইনস্টিটিউট অব আর্ট এন্ড কালচার এর নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে হাজী হাবিবুর রহমান শ্যামলকে সদস্য পদ দেয়া হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বান্দরবান প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সদস্য পদ দেয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির সাবেক সভাপতি বুলবুল আহমেদ আনুষ্ঠানিকভাবে শ্যামলের হাতে পরিচয়পত্র তুলে দেন। এ সময় পাশে ছিলেন রয়টার্স বাংলাদেশের প্রতিনিধি রফিকুর রহমান এবং নারায়ণগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির উপদেষ্টা কাশেম জামাল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পোর্ট্রেট-এর কর্ণধার রুপম চক্রবর্তী। এছাড়া বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।