২৬ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৯, ৫ ডিসেম্বর ২০২৪

হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ বাসদের

হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ বাসদের

ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নিখিল দাস। এ সময় বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, এবং বাসদের জেলার বর্ধিত ফোরামের সদস্য সাইফুল ইসলাম শরীফ।

নিখিল দাস তার বক্তব্যে বলেন, "কোনো দেশের দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু ভারত সরকার বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এছাড়া ভারত সরকারের আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং শাসক দল বিজেপি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উসকানিমূলক বক্তব্য এসব অনভিপ্রেত ঘটনার পৃষ্ঠপোষকতা করছে।"

তিনি আরও বলেন, "ভারতে বাংলাদেশ হাইকমিশনে আক্রমণ এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনায় বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ। ভারত সরকার এর দায় এড়াতে পারে না। বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু ভারতের উগ্রবাদী শক্তির উসকানির কারণে সম্পর্ক খারাপ হচ্ছে।"

এছাড়া, নিখিল দাস সাম্প্রতিক সময়ে দেশে অসন্তোষ সৃষ্টি এবং সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারের জরুরি পদক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, "ধর্মীয় বিভাজন এবং সহিংসতা বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করবে। সরকারের উচিত কঠোর ব্যবস্থা নেয়া।"

তিনি এইসব নিন্দনীয় কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানান এবং উভয় দেশের বাম প্রগতিশীল রাজনৈতিক দল ও গণতন্ত্রকামী জনগণকে সাম্প্রদায়িক শক্তির উসকানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়