২৬ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫১, ৫ ডিসেম্বর ২০২৪

পরিবহন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সাড়ে ৬ ঘন্টা সড়ক অবরোধ

পরিবহন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সাড়ে ৬ ঘন্টা সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী, ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব তাজুল ইসলাম শামীমের গ্রেপ্তারের প্রতিবাদে সাড়ে ৬ ঘন্টা শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধুক সড়কটি অবরোধ করে রাখে অনুসারী পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল আটটা থেকে শহরের মন্ডলপাড়া এলাকায় সড়কের উপর ট্রাক-কাভার্ডভ্যান রেখে অবরোধ শুরু করেন তারা। প্রশাসনিক কর্মকর্তা ও শ্রমিক নেতাদের আলাপের পর দুপুর পৌনে তিনটার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

প্রায় আধ ঘন্টা পর বঙ্গবন্ধু সড়ক ও আশেপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, অবরোধে শহরের প্রধান সড়কটি বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। ব্যস্ততম এ সড়কটির যেখানে অবরোধ করা হয় তার পাশেই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল। অবরোধের কারণে রোগীদের যাতায়াতেও বিঘ্ন ঘটে।

বুধবার রাত সাড়ে দশটার দিকে নিতাইগঞ্জ এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ পরিবহন শ্রমিক নেতার মুক্তির দাবিতে সকালে বিক্ষোভ মিছিলের পর সড়ক অবরোধ করে তার অনুসারীরা। এই সময় পরিবহন শ্রমিকরা তাদের নেতার গ্রেপ্তারের সঙ্গে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুকে দায়ি করে তার বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন।

পরিবহন শ্রমিক নেতা আব্দুল মালেক সরদার বলেন, ‘চা খাওয়ার কথা বলে শামীমকে থানায় ডেকে নেয় ফতুল্লা থানা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে মামলাটি মিথ্যা মামলা। তাকে মুক্তি না দিলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো। তাছাড়া, আমরা জেনেছি, তাকে গ্রেপ্তারের পেছনে বিএনপি নেতা টিপুর হাত রয়েছে। আমরা তার প্রতি নিন্দা জানাই।’

ঘটনাস্থলে থাকা চাষাঢ়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তন্ময় মন্ডল বলেন, “ট্রাক শ্রমিক ইউনিয়নের একজন নেতাকে ফতুল্লা মডেল থানা পুলিশ গতরাতে গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলাপের পর তারা অবরোধ তুলে নেন।”

সর্বশেষ

জনপ্রিয়