পরিবহন শ্রমিক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বঙ্গবন্ধু সড়ক অবরোধ
নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী, ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব তাজুল ইসলাম শামীমের গ্রেপ্তারের প্রতিবাদে শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা৷
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল আটটা থেকে শহরের মন্ডলপাড়া এলাকায় সড়কের উপর ট্রাক-কাভার্ডভ্যান রেখে অবরোধ শুরু করেন তারা৷
বেলা একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কটি অবরোধ করে রেখেছেন৷ এতে, শহরের প্রধান সড়কটিসহ আশেপাশের সড়কে যানজট দেখা দিয়েছে৷
এর আগে বুধবার রাত সাড়ে দশটার দিকে নিতাইগঞ্জ এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ৷ পরে তাকে পল্লবী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলেও জানান বিক্ষোভরত পরিবহন শ্রমিকরা৷
এ সময় পরিবহন শ্রমিকরা তাদের নেতার গ্রেপ্তারের সঙ্গে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুকে দায়ি করে তার বিরুদ্ধে স্লোগানও দিচ্ছেন৷
ঘটনাস্থলে থাকা চাষাঢ়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তন্ময় মন্ডল বলেন, “ট্রাক শ্রমিক ইউনিয়নের একজন নেতাকে ফতুল্লা মডেল থানা পুলিশ গতরাতে গ্রেপ্তার করেছে৷ এর প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা৷ তাদের নেতৃবৃন্দের সাথে পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলাপ চালাচ্ছেন৷”